About Us
ইউরো-বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিঃ এর স্টোরি
সুজলা সুফলা শষ্য শ্যামলা গ্রাম প্রধান আমাদের প্রিয় মাতৃভূমি । প্রিয় মাতৃভূমির প্রিয় মানুষগুলোর আর্থিক উন্নয়নের বিষয়টি মাথায় রেখে কারো দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ঢাকার সন্নিকটে আয়ের সাথে সংগতি রেখে নিজের মালিকানায় এক টুকরো জায়গা হবে সেই স্বপ্ন কে বাস্তবে রুপ দিতেই ২০০৯ সালে ঢাকার কেরাণীগঞ্জে প্রতিষ্ঠা করি “ইউরো–বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি (প্রাঃ) লিঃ এর নামে একটি আবাসন কোম্পানি যা ইতিমধ্যে মহীরুহ হয়ে….
‘সোনার বাংলা আবাসিক প্রকল্প‘ ‘সোনার বাংলা গ্রীণ সিটি‘ এবং “কালিন্দী মডেল টাউন” বর্তমানে কেরাণীগঞ্জের মধ্যে একটি সুন্দর ও সুপরিকল্পিত আবাসন প্রকল্প হিসেবে ইতিমধ্যে মানুষের নিকট সমাদৃত হয়েছে ।
কোম্পানির শুরু থেকেই আমাদের মূলনীতি ছিল সততা, বিশ্বাস ও গ্রাহকদের চাহিদার সাথে সংগতি রেখে তাঁদের সন্তুষ্টি অনুযায়ী কাজ করে যাওইয়া । আমরা অনেকাংশে সেক্ষেত্রে সফল হয়েছি । আমরা একটি ক্লায়েন্ট বেইজ তৈরী করতে সক্ষম হয়েছি । ২০১৩ সালে “সোনার বাংলা আবাসিক প্রকল্প” কিস্তিতে প্লট বিক্রি শুরু করে নির্ঝঞ্ঝাটভাবে জমি রেজিষ্ট্রেশন সম্পন্ন করে অতি অল্প সময়ের মধ্যে আমরা গ্রাহকের হাতে প্লট বুঝিয়ে দিয়ে আমাদের ব্যবসায়িক অঙ্গীকার ও প্রতিশ্রূতি অক্ষুন্ন রেখেছি ।
ব্যবসায়িক অঙ্গীকার ও গ্রাহক সন্তুষ্টি আমাদের ব্যবসার পূর্বশর্ত ।
ইউরো-বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিঃ প্রতিষ্ঠার উদ্দেশ্য
ইউরো–বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিঃ বাংলাদেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানী গুলোর মধ্যে অন্যতম কোম্পানী হিসেবে পরিগণিত হওয়ার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে । উন্নত যোগাযোগ, অধিকতর নাগরিক সুবিধা সমৃদ্ধ পরিবেশ বান্ধব আবাসন এবং সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৩ সালে “সোনার বাংলা আবাসিক প্রকল্প” শুরুর মধ্য দিয়ে ইউরো–বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিঃ ব্যবসায়িক মিশন শুরু করে । ব্যবস্থাপনা কতৃপক্ষের আন্তরিক সদিচ্ছায় খুব অল্প সময়ের মধ্যে ইউরো–বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিঃ মানুষের আস্থার ঠিকানায় পরিনত হয় ।
ইউরো–বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিঃ আবাসনের সফলতা সাথে নিয়ে আবাসিক ভবন ব্যবসার সাথে সংশ্লিষ্ট হয় ।
কোম্পানিটির চলমান প্রকল্পের বিবরণঃ
- সোনার বাংলা আবাসিক প্রকল্প, মৌজা – গদারবাগ, কেরাণীগঞ্জ, ঢাকা । (ইতিমধ্যে ৯৮% হস্তান্তর হয়েছে )
- সোনার বাংলা গ্রীণসিটি, মৌজা–ব্রাম্মণকিত্তা, কেরাণীগঞ্জ, ঢাকা ।
- কালিন্দী মডেল টাউন, মৌয়া – আতাসুর, কেরাণীগঞ্জ, ঢাকা ।
- অতি সম্প্রতি শুরু করা আবাসিক প্রকল্প “সোনার বাংলা সারোয়ার গার্ডেন”- ৪৫ এস কে দাস লেন, গেন্ডারিয়া, ঢাকা ।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে নাগরিক সুযোগ সুবিধা সমৃদ্ধ মান সম্মত স্বপ্নের বাড়ী সম্মানিত গ্রাহকের নিকট পৌঁছে দেওয়া । ইউরো–বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিঃ কেরাণীগঞ্জের মত জায়গায় আবাসন প্রকল্প শুরুর মধ্য দিয়ে এতদঞ্চলের সামাজিক উন্নয়নের যে জোয়ার সৃষ্টি করেছে তা মাইল ফলক হয়ে থাকবে । ইউরো–বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিঃ পরিবেশ বনায়ন বেষ্টিত পরিবেশ বান্ধব আবাসিক প্রকল্প গড়ার দৃঢ় প্রত্যয়ে শুরু করেছে “সোনার বাংলা গ্রীণসিট” আবাসন প্রকল্প যার ভবিষ্যত পরিকল্পনা ইতিমধ্যে অনেকের নজর কেড়েছে। সম্মানিত গ্রাহক, জমির মালিক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক বিশ্বাস, আস্থা ও সন্তুষ্টির জন্য এবং ব্যবস্থাপনা কতৃপক্ষের সততা ,দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে দীর্ঘ ১৫ বছর ব্যবসা পরিচালনা করে আসছে ।
ইউরো-বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিঃ ব্যবসায়িক দূরদর্শিতা
ইউরো–বাংলা বিল্ডার্স (প্রাঃ) লিঃ ভিশন হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত সবুজ পরিবেশ বেষ্টিত আস্থাশীল আবাসন গড়ে তোলা । সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে চিত্তাকর্ষক মনোরম আবাসন ব্যবস্থায় আগামী প্রজন্মের বসবাস নিশ্চিত করা ।
আমাদের ভিশনঃ
- আবাসন নির্মানের ক্ষেত্রে সবুজ বনায়ন কে অগ্রাধিকার দেওয়া ।
- সুনাগরিকের সু–আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা ।
- সম্মানিত গ্রাহকের নিকট আমাদের অঙ্গীকার সমুন্নত রাখা ।
- গ্রাহক এবং মালিক উভয় পক্ষ বিজয় মনোভাব প্রতিষ্ঠা করা ।
- আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক আবাসন ব্যবস্থা গ্রাহকের নিকট সমাদৃত করা ।
• প্রতিটি প্রকল্পে শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক চাহিদা পূরণের কেনাকাটার জন্য শপিং ব্যবস্থা ও নির্মল বিনোদন ব্যবস্থা নিশ্চিত করা ।